আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা চলতি বছরের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক আইকিউএয়ারের বায়ুমান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স, একিউআই) ঢাকার স্কোর ছিল ৩৪১, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত। বিশ্বের ১২৬ দেশের মধ্যে বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান দ্বিতীয়। শীর্ষে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ৩৬০।
স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান মজুমদার জানিয়েছেন, এ বছরের মধ্যে ঢাকার বাতাস আজ সবচেয়ে দূষিত।
বিশেষজ্ঞরা বলছেন, যানবাহন, কলকারখানা এবং ইটভাটার দূষিত ধোঁয়া ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস। সরকারি উদ্যোগ সত্ত্বেও এসব নিয়ন্ত্রণে কার্যকর কোনো ফল আসেনি।
ঢাকার বিভিন্ন এলাকায় আজ দূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেশি। ইস্টার্ন হাউজিং ২-এ স্কোর ছিল ৪৮৭, যা ‘অতিদুর্যোগপূর্ণ’ ক্যাটাগরিতে পড়ে। এছাড়া আগা খান একাডেমি ও ঢাকার মার্কিন দূতাবাস এলাকায় স্কোর ছিল ৩৯৮।
ঢাকার বাতাসে পিএম ২.৫ নামক অতিক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার তুলনায় ৫০ শতাংশ বেশি। এই ধরনের বায়ু যেকোনো মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
আইকিউএয়ারের সুপারিশ অনুযায়ী, এই পরিস্থিতিতে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা থেকে বিরত থাকার পাশাপাশি ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এই বায়ুদূষণ থেকে মুক্তির জন্য দূষণ উৎসগুলো নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে পরিবেশ বিশেষজ্ঞরা মনে করছেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :