সর-মালাই পোলাও
ছুটির দিনে ঘরোয়া আয়োজনে যোগ করতে পারেন এই অসাধারণ সুস্বাদু পদ, সর-মালাই পোলাও। কাশ্মীরি বা বাসন্তী পোলাও নয়, একটু ভিন্ন স্বাদের জন্য এটি আদর্শ। শীতের ঠান্ডা সন্ধ্যায় গরম সর-মালাই পোলাও উপভোগ করুন। জেনে নিন এর বিস্তারিত রেসিপি।
ইয়াখনির জন্য:
নারকেলের দুধ: আড়াই কাপ
তেজপাতা: ১টি
দারচিনি: ১ টুকরো
ছোটো এলাচ: ১টি
লবঙ্গ: ৪টি
পেঁয়াজ: ২টি
কেশর: ১ চিমটি
চাল ভাজার উপকরণ:
পোলাও চাল বা গোবিন্দভোগ চাল: ৫০০ গ্রাম
ঘি: ৩ টেবিল চামচ
তেজপাতা: ২টি
কাজু কুচি: ২-৩ মুঠো
ছোটো এলাচ: ২টি
দারচিনি: ২ টুকরো
লবঙ্গ: ৫-৬টি
শাহী জিরে: আধ চা চামচ
লবণ: স্বাদমতো
নারকেলের দুধ: আধ কাপ
অন্য উপকরণ:
পেঁয়াজ কুচি: দেড় কাপ
ছানা: দেড় কাপ
ময়দা: ১ টেবিল চামচ
ফ্রেশ ক্রিম: দেড় কাপ
নারকেল কুচি: ১ টেবিল চামচ
কিশমিশ: ১ মুঠো
ঘি: দেড় থেকে দুই কাপ
কাগজি লেবু: ১টি
আমন্ড কুচি: ১ মুঠো
পেস্তা কুচি: ১ মুঠো
১. ইয়াখনি তৈরি:
নারকেলের দুধ, তেজপাতা, গোটা গরম মশলা, ডুমো করে কাটা পেঁয়াজ ও কেশর দিয়ে ফুটিয়ে ইয়াখনি বানান।
২. ছানার গোল্লা:
ময়দা ও ছানা মেখে ছোট গোল্লা তৈরি করুন। ঘি গরম করে পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করুন। এরপর নারকেল কুচি, কিশমিশ, বাদাম কুচি ও ছানার গোল্লা ভেজে নিন।
৩. চাল ভাজা:
ঘি গরম করে তাতে তেজপাতা, শাহী জিরে, গরম মশলা ও বাদাম কুচি দিয়ে ফোঁড়ন দিন। এরপর ধোয়া ও পানি ঝরানো চাল, লবণ, এবং একটু একটু করে নারকেলের দুধ মিশিয়ে চাল ভাজুন। মিশ্রণটি ইয়াখনির সঙ্গে মেশান এবং কাগজি লেবুর রস দিয়ে সিদ্ধ করুন।
৪. স্তর তৈরি:
বড় পাত্রে প্রথমে পোলাওয়ের একটি স্তর দিন। এরপর ভাজা পেঁয়াজ, ছানার গোল্লা, ফ্রেশ ক্রিম, এবং বাদাম কিশমিশের স্তর দিন। এভাবে কয়েকটি স্তর তৈরি করুন।
৫. শেষ ধাপ:
উপরিভাগে বেরেস্তা, আমন্ড ও পেস্তা কুচি ছড়িয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিন। গরম গরম পরিবেশন করুন।
শীতের সন্ধ্যায় সুগন্ধে ভরপুর সর-মালাই পোলাও আপনার পারিবারিক আয়োজনে নিয়ে আসবে অন্যরকম আনন্দ!
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :