সর্বশেষ :

যে কারণে গ্রেপ্তার হলেন অভিনেত্রী নার্গিস ফাখরির বোন


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৪ । ১২:১১ অপরাহ্ণ
যে কারণে গ্রেপ্তার হলেন অভিনেত্রী নার্গিস ফাখরির বোন
সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। আমেরিকার নিউইয়র্কে তার প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জেকবস এবং তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েনকে হত্যার দায়ে বর্তমানে জেলবন্দি রয়েছেন আলিয়া। কুইন্স আদালত তার জামিনের আবেদন খারিজ করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, প্রাক্তন প্রেমিক এডওয়ার্ডের বাড়িতে আগুন ধরিয়ে দেন আলিয়া। এতে এডওয়ার্ড এবং তার বান্ধবী ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান।

পুলিশ জানিয়েছে, এডওয়ার্ড এবং অ্যানাস্তেসিয়ার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি আলিয়া। সেই হিংসার কারণেই তিনি আগুন লাগানোর ঘটনা ঘটান।

এ প্রসঙ্গে কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ বলেন, “বিদ্বেষের বশবর্তী হয়ে এই আসামি একটি অগ্নিকাণ্ড ঘটিয়ে দুইজনের প্রাণ নিয়েছে।”

তবে এ ঘটনার পর নার্গিস ফাখরি কোনো মন্তব্য করেননি। তার মা মেরি ফাখরি গণমাধ্যমে বলেছেন, “আমার মেয়ে এমন কাজ করতে পারে না। সে সবসময় মানুষের সাহায্যে এগিয়ে আসত।”

নার্গিস ও আলিয়া নিউইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন। তাদের বাবা মুহাম্মদ ফকিরি পাকিস্তানের নাগরিক এবং মা মেরি ফকিরি চেক রিপাবলিকের। মা মেরি নিজে একজন পুলিশ অফিসার ছিলেন। নার্গিসের ছয় বছর বয়সে তার মা-বাবার বিবাহবিচ্ছেদ হয়।

উল্লেখ্য, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে খ্যাতি অর্জন করেন নার্গিস। তবে সাম্প্রতিক সময়ে তিনি বলিউডে তেমন সক্রিয় নন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১