বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এই ক্লাবটি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়।
ইস্টবেঙ্গলের বিবৃতিতে ক্লাবটির সচিব রূপক সাহা বলেন, “আমাদের সমর্থকদের অধিকাংশের পূর্বপুরুষের শিকড় বাংলাদেশে। দেশভাগের আগে ও পরের সময়ে অনেকেই নিপীড়নের শিকার হয়েছেন। সাম্প্রতিক ঘটনাগুলো তাদেরকে আরও গভীর উদ্বেগের মধ্যে ফেলেছে। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, তারা যেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেন।”
বিবৃতিতে উল্লেখ করা হয়, “আমরা আমাদের সমর্থকদের কাছ থেকে প্রচুর ফোন ও মেইল পেয়েছি। তারা সবাই বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। এমনকি পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য অঞ্চলের সমর্থকরাও এ বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন।”
সাম্প্রতিক সময়ে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে উগ্রপন্থীদের হামলা এবং বাংলাদেশের লাল-সবুজ পতাকা অবমাননার ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে ইস্টবেঙ্গল ক্লাবের বিবৃতিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সম্পর্ক দীর্ঘদিনের। নব্বইয়ের দশকে ক্লাবটির হয়ে খেলেছিলেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্না। এছাড়া শেখ মোহাম্মদ আসলাম, গোলাম গাউস, রিজভী করিম রুমি এবং সাম্প্রতিক সময়ে নারী ফুটবলার সানজিদা আক্তার ক্লাবটির হয়ে খেলেছেন।
ইস্টবেঙ্গল ক্লাবের এই বিবৃতি সামাজিক ও ক্রীড়ামহলে ব্যাপক সাড়া ফেলেছে। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্মান ও শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :