২০২৪ সালের ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হলো। এ বছর এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে কারিনা কাপুর ও দিলজিৎ দোসাঞ্ঝ সেরা অভিনেত্রী ও সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন।
“জানে জান” সিরিজে অসাধারণ অভিনয়ের জন্য কারিনা কাপুর সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করেন, আর “অমর সিং চমকিলা”-তে অভিনয়ের জন্য সেরা অভিনেতার খেতাব পান দিলজিৎ দোসাঞ্ঝ।
এ বছর তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। হীরামন্ডি ১৬টি পুরস্কার জিতে এই আসরের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এর পরে, গানস অ্যান্ড গুলাবস ১২টি পুরস্কার জিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এছাড়া মনীষা কৈরালা, অনন্যা পান্ডে ও সঞ্জয় লীলা বনশালির মতো আরও অনেক শিল্পী এই আয়োজন থেকে পুরস্কার লাভ করেন। ওটিটি অরিজিনাল কন্টেন্টের জন্য ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ক্রমেই নতুন মানদণ্ড তৈরি করে চলেছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :