নিজ বাসা থেকে অভিনেত্রী শোভিতা শিবন্নার মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৪ । ২:১৭ অপরাহ্ণ
নিজ বাসা থেকে অভিনেত্রী শোভিতা শিবন্নার মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

হায়দরাবাদের বিনোদন জগতে শোকের ছায়া। টেলিভিশন ও কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শোভিতা শিবন্নার মরদেহ রোববার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। গাছিবাউলি থানা সূত্রে জানা যায়, তার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও অজানা।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, অভিনেত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়েছে।

শোভিতা শিবন্না কন্নড় সিনেমার পাশাপাশি জনপ্রিয় ধারাবাহিক ‘গালিপাতা’, ‘মঙ্গলা গৌরী’ ও ‘কৃষ্ণা রুক্মিণি’-তে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। ‘ইরাডোন্ডলা মুরু’ এবং ‘ওন্ধ কাথে হেলা’র মতো ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

তবে অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর পেছনে অবসাদ, ব্যক্তিগত সম্পর্কের জটিলতা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শোভিতার ভক্তরা তার এই মর্মান্তিক ঘটনার সঠিক কারণ জানতে চান এবং এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১