সীতাকুন্ডে আসানুজ্জামান শপিং কমপ্লেক্সে স্বপ্নবিলাস জেন্টস কালেকশন দোকানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় স্বপ্নবিলাস দোকানের স্বত্বাধিকার মোঃ সরফু উদ্দিন ভূঁইয়া ও মোঃ হোসেনের আয়োজনে কলেজ রোডে আসনুজ্জামান শপিং কমপ্লেক্সের স্বপ্ন বিলাস জেন্টস কালেকশন দোকানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে আসানুজ্জামান শপিং কমপ্লেক্সের মালিক ও ফটো সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন (সেলিম) শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে দোয়া পরিচালনা করেন সীতাকুণ্ড পাক্কাঘাট মসজিদের খতিব মোচলেহ উদ্দিন।
আরো অনেকের মধ্যে, মো :আজাদ, ক্লাসিকের মালিক মোস্তফা নূর, সাইফুদ্দিন ভূঁইয়া, সাবেক সেনা কর্মকর্তা মোঃ হোসেন, মোঃ সোহাগ, মো :সাইফুল, দলিল লেখক মো :নাঈম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :