সর্বশেষ :

মঈন আব্দুল্লাহ রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে


অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৪ । ২:৪৯ অপরাহ্ণ
মঈন আব্দুল্লাহ রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে
সংগৃহীত ছবি

বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর পুত্র এবং কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আব্দুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বরিশালের আদালত বিচারক নূরুল আমিন তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে, ২৪ নভেম্বর রোববার, বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর এবং বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলায় মঈন আব্দুল্লাহর বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর বরিশাল নগরীতে বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয়ে আক্রমণ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে মঈন আব্দুল্লাহকে রিমান্ডে নেওয়া হয়। মামলার বাদী হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার নাম উল্লেখ করেছেন।

এদিকে, মঈন আব্দুল্লাহর আইনজীবী অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, রিমান্ড শেষে তাকে আজ আদালতে হাজির করা হয়েছিল এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০