বাংলাদেশিদের ভিসা বাতিলের দাবি করেছেন শুভেন্দু অধিকারী
সুজন চক্রবর্তী আসাম, ভারত
নভেম্বর ২৮, ২০২৪ । ১১:৫০ পূর্বাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
উত্তাল বাংলাদেশের পরিস্থিতিতে শংকিত হয়ে এবার ইসকনকেই নিষিদ্ধ করার পথে হাঁটতে চলেছে বাংলাদেশের অন্তবর্তী ইউনুস সরকার। তার রেশ আছড়ে পড়েছে ভারতে। এই প্রেক্ষাপটে ভারতে বাংলাদেশিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি তুলল বিজেপি।
গত বুধবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দপ্তরে গিয়ে শুভেন্দু অধিকারীরা দাবি জানালেন, ভিসা সম্পূর্ণ বন্ধ করতে হবে। সীমান্ত বাণিজ্যে ও অনুমোদন বাতিল করা হোক। শুভেন্দুর মন্তব্য, ” মেডিক্যাল ভিসাও বন্ধ করতে হবে। ওঁরা চিকিৎসা নিতে করাচি, লোহার যান। এখানে আসবেন না। সীমান্ত বাণিজ্য ছাড়া ও বিভিন্ন কাজে ভারত- বাংলাদেশের জনসাধারণের যাতায়াতের অন্যতম কারণ চিকিৎসা পরিবষেবা।
কলকাতার বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতালে উন্নতমানের চিকিৎসা নিতে প্রায় সারা বছর ধরেই এখানে আসেন বাংলাদেশিরা। করোনাকালে সীমান্ত বন্ধের ফলে ভিসা না দেওয়া হলেও মেডিক্যাল ভিসা কখনও বন্ধ হয়নি। কিন্তু শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশের অরাজকতার পরিস্থিতি, হিন্দু নির্যাতনের ঘটনায় এবার সেই ভিসা বাতিলের দাবি তুললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।
চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা ও তৎপরবর্তী উত্তেজনাকর পরিবেশ নিয়ে বুধবার (২৭ নভেম্বর ) বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যান বিজেপির ৮ প্রতিনিধি। ডেপুটি হাইকমিশনারের কাছে তাঁরা দাবি করেন। অবিলম্বে ভিসা বন্ধ করা হোক। এছাড়া যারা চিকিৎসার জন্য যারা আসেন।
তারা আর আসবেন না বলে দাবি শুভেন্দুর। এনিয়ে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি নেতারা। চিন্ময় প্রভুকে নিঃশর্তে মুক্তি না দিলে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে কলকাতায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। অপরদিকে, বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, ” এটা রাজ্যের বিষয় না, দেশের বিষয়। দেশবাসী কেন্দ্র সরকারকে ম্যানডেট দিয়েছে, এবং এটা কেন্দ্রের সিদ্ধান্ত। তবে, আন্তর্জাতিক ইস্যুতে কেন্দ্র সরকার যে অবস্থান নেবে সেই অবস্থানকে দলগতভাবে সমর্থন করবে তৃণমূল। তবে যে ঘটনা ঘটেছে তা একবারেই সমর্থনযোগ্য নয়, এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।
আপনার মতামত লিখুন :