সর্বশেষ :

জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি


অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৪ । ১:২২ অপরাহ্ণ
জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি
সংগৃহীত ছবি

ঢাকার আদালত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় জামিন মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ এই জামিন প্রদান করেন।

উর্মি, যিনি সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন, গত অক্টোবর মাসে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং শহিদ আবু সাঈদসহ অন্যান্যদের নিয়ে বিরূপ মন্তব্য করেন। তার এই মন্তব্যের জন্য তিনি মানহানির দায়ে অভিযুক্ত হন।

অভিযোগে বলা হয়েছে, ৫ অক্টোবর উর্মি তার ফেসবুক পোস্টে রাষ্ট্রপ্রধান এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন। তার এই পোস্টটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিতর্কের সৃষ্টি করে এবং সরকারের প্রতি অশুভ মন্তব্যের অভিযোগ আনা হয়। এতে দেশবাসীর মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার সকালে ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন উর্মি, যেখানে তিনি তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। বাদী পক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত উর্মির জামিন মঞ্জুর করেন।

এটি অবশ্য প্রথম মামলার শুরু নয়; এর আগে ৮ অক্টোবর একই বিষয়ে গণঅধিকার পরিষদের সদস্য আবু হানিফ ঢাকার আদালতে মানহানির অভিযোগ দায়ের করেন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০