সর্বশেষ :

গাজায় ইসরায়েলি হামলায় ৩৩ জনের প্রাণহানি


অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৪ । ৩:১২ অপরাহ্ণ
গাজায় ইসরায়েলি হামলায় ৩৩ জনের প্রাণহানি
সংগৃহীত ছবি

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একটানা হামলায় গত মঙ্গলবার (২৬ নভেম্বর) ৩৩ জন নিহত হয়েছেন এবং ১৩৪ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, চলমান হামলায় গাজার মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ২৮২ এবং আহতের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৮০।

তবে, বাস্তবিক সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, এবং রাস্তায় আটকা পড়া অনেককে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় উদ্ধার উপকরণ এবং জনবল সংকটের কারণে ওইসব মানুষকে সাহায্য করা যাচ্ছে না। এছাড়াও, হাসপাতাল, স্কুল, মসজিদ, শরণার্থী শিবিরসহ হাজার হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

গাজার প্রায় ২০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলার ফলে গাজায় খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট সৃষ্টি হয়েছে।

২০২৩ সালে গাজার হামাস গোষ্ঠী ইসরায়েলে হামলা চালানোর পর থেকেই, ইসরায়েল গাজায় অভিযান চালিয়ে আসছে। হামাসের দখলে থাকা অঞ্চল থেকে জিম্মিদের মুক্ত করতে চলমান এই অভিযান এখনও অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্টভাবে বলেছেন, হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত অভিযান চলবে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০