কটিয়াদীতে ১৪ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কিশোরগঞ্জ, প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৪ । ৫:৩০ অপরাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৪ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলামের সভাপতিত্বে ১৪ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা কটিয়াদী পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার( ভূমি) সাফফাত আরা সাঈদ , কটিয়াদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম,আচমিতা ইউপির চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার হাজী ইসরাফিল মিয়া,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সেতু।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কটিয়াদী উপজেলা সমন্বয়ক মোঃ রাব্বি সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ও বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :