বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে গেছেন। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ২২ মিনিটে তিনি গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা হন। এসময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, বেগম খালেদা জিয়া মূলত আমেরিকার ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে দূতাবাসে গেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
খালেদা জিয়ার সফরে তার ব্যক্তিগত চিকিৎসক ছাড়াও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং তার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :