সর্বশেষ :

ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ চিকিৎসকের মৃত্যু


সুজন, ভারত
নভেম্বর ২৭, ২০২৪ । ৪:২৫ অপরাহ্ণ
ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ চিকিৎসকের মৃত্যু
সংগৃহীত ছবি

ভারতের উত্তরপ্রদেশের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ চিকিৎসক নিহত হয়েছেন। নিহতরা সকলেই উত্তরপ্রদেশের সোফিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে লখনউ গিয়েছিলেন সোফিয়া মেডিক্যাল কলেজের ছয়জন চিকিৎসক।

বুধবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে গাড়িতে ফিরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের ডিভাইডার ভেঙে উল্টো লেনে চলে যায় এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ চিকিৎসকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া একজন চিকিৎসক, জয়বীর, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে দ্রুতগতি নিয়ন্ত্রণ করতে না পেরে দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০