বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ শিগগিরই বাস্তবায়িত হতে যাচ্ছে। বুধবার (২৭ নভেম্বর) নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ। সাক্ষাৎ শেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
হাইকমিশনার শিউনিন রশীদ বলেন, উভয় দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ করতে এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে সরাসরি জাহাজ চলাচল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, কনটেইনার পরিবহন, যাত্রী চলাচল এবং মালামাল পরিবহনের পাশাপাশি সমুদ্রপথে ক্রুজ সার্ভিস চালুর মাধ্যমে দুই দেশের পর্যটন শিল্প বিকশিত হতে পারে।
উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, এই উদ্যোগ দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও প্রসারিত করবে। সেইসঙ্গে তিনি মালদ্বীপ সরকারকে বাংলাদেশ থেকে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য আমদানির আহ্বান জানান।
বাংলাদেশের মেরিন একাডেমিগুলোতে মালদ্বীপের ক্যাডেটদের জন্য আন্তর্জাতিকমানের প্রশিক্ষণের প্রস্তাব দেন উপদেষ্টা। জবাবে হাইকমিশনার শিউনিন রশীদ এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময় কর্মসূচিতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
হাইকমিশনার আরও জানান, মালদ্বীপের ব্যবসায়ীরা পণ্য পরিবহনে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা নিতে আগ্রহী এবং এ বিষয়ে দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হতে পারে। এছাড়া নৌপরিবহন উপদেষ্টা মালদ্বীপকে ২০২৫ সালের আইএমও নির্বাচনে বাংলাদেশকে সমর্থন করার আহ্বান জানান।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :