চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ নির্যাতনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ আসামের শিলচরে
সুজন চক্রবর্তী, ভারত
নভেম্বর ২৭, ২০২৪ । ৮:৪৬ অপরাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
বাংলাদেশ ইসকন মন্দিরের মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে হওয়া নির্যাতনের বিরুদ্ধে সরব হলেন বজরংদল ও স্টুডেন্টস ইউনিয়নের শিলচর শাখা।
বুধবার (২৭ নভেম্বর ) স্থানীয় কাছাড় কলেজ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শিলচরের শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। স্লোগানে আকাশ – বাতাস মুখরিত করে তোলেন ইউনিয়নের কর্মকর্তারা। পরে উত্তাল প্রতিবাদের মধ্যেই বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের কুশপুত্তলিকা দাহ করলেন সংস্থার কর্মকর্তারা।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁরা জানান, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের নৃশংস হত্যালীলা ও অত্যাচারের প্রতিবাদে শিলচরের বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে ইউনিয়ন। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ সেখানের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ করতে বাংলাদেশ সরকারের অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তাঁরা।
অন্যথায় বজরংদল, স্টুডেন্টস ইউনিয়নের তরফে বরাকে বৃহত্তম আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়ে আগামীতে বাংলাদেশ অভিযানে সামিল হওয়ার আহবান জানিয়েছেন তাঁরা। হিন্দুত্বের এই লড়াইয়ে বাংলাদেশি মৌলবাদীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ইউনিয়নের কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :