চট্টগ্রামে ২ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
আব্দুল্লাহ আল মারুফ ,চট্টগ্রাম
নভেম্বর ২৭, ২০২৪ । ৮:১৭ অপরাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে দুই নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৭১০ পিস ইয়াবা এবং ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -৭
মঙ্গলবার গত (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলার ফেনী মহিপাল ও হাটহাজারী এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব -৭ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো-মো. পলাশ খন্দকার (২৬), রেশমা খাতুন (১৯), এবং বেবি বেগম (৫৩)।র্যাব জানায়, চট্টগ্রামের হাটহাজারী থানার বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিক্রি হচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেবি আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৩ হাজার ৭১০ পিস ইয়াবা জব্দ এবং ১০ কেজি গাঁজা সহ তাদের আটক করা হয় ।
মঙ্গলবার গত (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলার ফেনী মহিপাল ও হাটহাজারী এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- মোঃ পলাশ খন্দকার (২৬), রেশমা খাতুন (১৯), এবং বেবি বেগম (৫৩)।র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি আভিযানিক দল চট্টগ্রামের হাটহাজারী থানার বাসস্ট্যান্ড যাত্রীছাউনি এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন খবরে ওই এলাকায় অভিযান চলাকালে গ্রেপ্তারকৃত বেবি আক্তার পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত হতে ৩ হাজার ৭১০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আপনার মতামত লিখুন :