সর্বশেষ :

রাষ্ট্রদ্রোহে কঠোর অবস্থান: আসিফ মাহমুদের হুঁশিয়ারি


অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৪ । ৬:৪৮ অপরাহ্ণ
রাষ্ট্রদ্রোহে কঠোর অবস্থান: আসিফ মাহমুদের হুঁশিয়ারি
সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার রংপুরে এক অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাষ্ট্রদ্রোহে জড়িত থাকলে যে-ই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”

আসিফ মাহমুদ বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর যদি কোনো আঘাত আসে, রাষ্ট্রের প্রতি অবমাননা হয় বা রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটে, তবে সরকার কঠোর অবস্থান নেবে।”

সম্প্রতি একটি গ্রেপ্তার ইস্যুকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো কর্মকাণ্ডে যুক্ত থাকে, সে যত বড় নেতাই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রদায় নয়, বরং রাষ্ট্রের স্বার্থ বিবেচনায় কাজ করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে তিনি বলেন, সরকার সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০