সর্বশেষ :

চিন্ময় প্রভুকে গ্রেফতার করায় কড়াবার্তা রামমন্দিরের প্রধান পুরোহিতের 


সুজন চক্রবর্তী আসাম, ভারত  
নভেম্বর ২৬, ২০২৪ । ৫:০৩ অপরাহ্ণ
চিন্ময় প্রভুকে গ্রেফতার করায় কড়াবার্তা রামমন্দিরের প্রধান পুরোহিতের 
সংগৃহীত ছবি
বাংলাদেশের সন্ন‍্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে ফের উত্তপ্ত বাংলাদেশ। সম্প্রতি সংখ‍্যালঘু তথা হিন্দুদের ওপর লাগাতার অত‍্যাচারের অভিযোগ উঠেছিল ইউনুস সরকারের উপর। সোমবার গত (২৫ নভেম্বর ) ইসকনের অন‍্যতম মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে বাংলাদেশ সরকার। এরপর বিক্ষোভ আছড়ে পড়েছে বাংলাদেশে।
এদিকে এই প্রসঙ্গে শ্রীরাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সতেন্দ্র দাস বলেন, ” যা হয়েছে অত‍্যন্ত খারাপ। আমার এটাই মনে হচ্ছে পাকিস্তান যেমন হিন্দুদের সঙ্গে যে ব‍্যবহার করে থাকে বাংলাদেশ ও তেমনটাই করছে। বাংলাদেশে যারা হিন্দুদের সমর্থন করছে তাদের গ্রেফতার করা হচ্ছে, এটা খুব খারাপ।
আমাদের সরকারের উচিত অবিলম্বে এই বিষয়টিতে নজর দেওয়া। এখনও সরকার যদি কিছু না বলে তাহলে হিন্দুদের উপর যে অন‍্যায় অত‍্যাচার হচ্ছে তা আরও বাড়বে আর এটাই চলতে থাকবে।
অপরদিকে, আসামের উত্তর শ্রীভূমির বিধায়ক শ্রী কমলাক্ষ দে পুরকায়স্থ সাংবাদিক সম্মেলন ডেকে বাংলাদেশ সরকারের তীব্র ধিক্কার জানালেন। বিধায়ক জানান, ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রক্ষচারী জীকে ইউনুসের পুলিশ অন‍্যায়ভাবে গ্রেফতার করেছে, যা অত‍্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০