সর্বশেষ :

খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে যা জানা গেল


অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৪ । ৮:১৩ অপরাহ্ণ
খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে যা জানা গেল
সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়বেন। এ যাত্রায় তার সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের সাতজন চিকিৎসক, কয়েকজন নার্স ও তিনজন সহকারীসহ মোট ১৬ জনের একটি বিশেষ দল।

বিশেষায়িত ‘লং ডিসটেন্স এয়ার অ্যাম্বুলেন্স’-এ খালেদা জিয়াকে প্রথমে লন্ডনে নেওয়া হবে। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে যুক্তরাষ্ট্র অথবা অন্য কোনো দেশের মাল্টি ডিসিপ্লিনারি হেলথ সেন্টারে স্থানান্তর করা হতে পারে। বিএনপি সূত্রে জানা গেছে, এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া চূড়ান্ত করা হয়েছে। ১ বা ২ ডিসেম্বর খালেদা জিয়ার যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

লন্ডনে অবস্থানকালে প্রায় আট বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তার দেখা হওয়ার কথা রয়েছে। এরপর চিকিৎসকদের পরামর্শে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সুস্থ হয়ে দেশে ফেরার পথে সৌদি আরবে ওমরাহ পালনের সম্ভাবনাও রয়েছে, যদিও সবকিছু নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল। তিনি চিকিৎসার জন্য মানসিকভাবে প্রস্তুত। সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। সময়মতো আমরা বিস্তারিত জানাব।”

পরিবার ও দলীয় সূত্র জানায়, লন্ডনের ভিসা ইতোমধ্যে পাওয়া গেছে। তবে যুক্তরাষ্ট্রের ভিসা এখনও নিশ্চিত হয়নি। বিএনপির এক নেতা জানান, ভিসার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালে কারাবন্দি হন খালেদা জিয়া। ২০২০ সালে শর্ত সাপেক্ষে মুক্তি পাওয়ার পর থেকে তিনি চিকিৎসার জন্য দেশে অবস্থান করছিলেন। চলতি বছরের আগস্টে গণ আন্দোলনের মুখে সরকারের পতনের পর তিনি নির্বাহী আদেশে মুক্তি পান এবং চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি শুরু হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। সাম্প্রতিক সময়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি। এবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাত্রা তার সুস্থতা ফেরানোর নতুন আশার সঞ্চার করেছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০