সর্বশেষ :

সাত কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত


অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৪ । ৩:২৮ অপরাহ্ণ
সাত কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের মঙ্গলবারের (২৬ নভেম্বর) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত মঙ্গলবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি শিগগিরই জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

উল্লেখ্য, গত সপ্তাহে সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়। তবে সাম্প্রতিক সময়ে পরীক্ষার পরিবেশ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। মাহাবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে পুরান ঢাকায় দুইদিন ধরে সংঘর্ষে জড়িয়েছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

এর আগে আজ সোমবার (২৫ নভেম্বর) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে সংঘর্ষের কারণে অনার্স প্রথম বর্ষের ইতিহাস পরীক্ষা মাঝপথে স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও পরীক্ষাকেন্দ্রে বিপাকে পড়েন। ঢাবি অধিভুক্ত সোহরাওয়ার্দী ও নজরুল কলেজের পরিস্থিতি উদ্বেগজনক বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০