সর্বশেষ :

যৌক্তিক মামলা নিতে ওসিদের কড়া নির্দেশ, অনিয়মে বরখাস্তের হুঁশিয়ারি: ডিএমপি কমিশনার


অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৪ । ২:২৭ অপরাহ্ণ
যৌক্তিক মামলা নিতে ওসিদের কড়া নির্দেশ, অনিয়মে বরখাস্তের হুঁশিয়ারি: ডিএমপি কমিশনার
সংগৃহীত ছবি

যৌক্তিক মামলা নিতে ব্যর্থ হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক মিনিটের মধ্যে বরখাস্ত করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে একজন রিকশাচালক কামরাঙ্গীরচরে মারধরের অভিযোগ করেন।

উত্তরে ডিএমপি কমিশনার বলেন, “মামলাযোগ্য অভিযোগে ওসিদের মামলা নেওয়া বাধ্যতামূলক। মামলা না নিলে সংশ্লিষ্ট ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে।”

চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান নেবেন উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, “গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিতে পারবে না। কোনো পুলিশ সদস্য চাঁদাবাজিতে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে রিকশা-ভ্যান চালকদের কাছ থেকে চাঁদা আদায় কোনোভাবেই সহ্য করা হবে না।”

ব্যাটারিচালিত রিকশা নিয়ে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে আজ বিকেলে চেম্বার আদালতে শুনানি হবে। সুতরাং বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয়। এ সিদ্ধান্তের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় চালকরা বিক্ষোভ করে আসছেন। ডিএমপি কমিশনার চালকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখতে আহ্বান জানান।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০