সর্বশেষ :

ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে ফের সড়ক অবরোধ, ভোগান্তিতে নগরবাসী


অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৪ । ১:২২ অপরাহ্ণ
ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে ফের সড়ক অবরোধ, ভোগান্তিতে নগরবাসী
সংগৃহীত ছবি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশের প্রতিবাদে রিকশাচালকরা টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় তারা সড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ১০টার পর থেকে রিকশাচালকরা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া জানান, অবরোধের কারণে মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

এদিকে, ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে। পাশাপাশি, রিকশাচালকদের দাবিদাওয়া নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠক চলছে।

গত ১৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চ ঢাকার মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। আদেশ জারির পরদিন থেকেই রিকশাচালকরা বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা জানান, হাইকোর্টের আদেশ মানতে তারা রাজি নন। তাদের দাবি, এই নির্দেশনা প্রত্যাহার করে অটোরিকশা চালানোর অনুমতি দেওয়া হোক। রিকশাচালকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ না তাদের দাবি মানা হবে, ততক্ষণ এই আন্দোলন চলবে।

অবরোধের কারণে আগারগাঁওসহ আশপাশের এলাকাগুলোতে যানজট সৃষ্টি হয়। এতে নগরবাসী চরম ভোগান্তির মুখে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০