সর্বশেষ :

তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত যাত্রাবাড়ী


অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৪ । ২:২৯ অপরাহ্ণ
তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত যাত্রাবাড়ী
সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের কয়েকশ শিক্ষার্থী বাহাদুর শাহ পার্কের সামনে সকাল থেকে লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়। পরে তারা স্লোগান দিতে দিতে মাতুয়াইলের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় এবং ভাঙচুর করে। হামলাকারীরা কলেজের বিভিন্ন সামগ্রী লুটপাট করে নিয়ে যায়।

বেলা ১টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় জনতা পাল্টা প্রতিরোধে নামে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে যাত্রাবাড়ী এলাকায়। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের মূল কারণ হিসেবে জানা গেছে, রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। ওই দিন ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর ও লুটপাট চালিয়েছিল। এরই প্রতিশোধ নিতে সোমবার এই সংঘর্ষ ঘটে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০