সর্বশেষ :

ঢাকায় ঋণের প্রলোভনে আটক ৩ শতাধিক নারী-পুরুষ, জব্দ ৭ গাড়ি


অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৪ । ১:৩৪ অপরাহ্ণ
ঢাকায় ঋণের প্রলোভনে আটক ৩ শতাধিক নারী-পুরুষ, জব্দ ৭ গাড়ি
সংগৃহীত ছবি

ঢাকার সমাবেশে যোগ দিলে সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ৩ শতাধিক নারী-পুরুষকে একত্রিত করা হয়। রোববার (২৪ নভেম্বর) রাতে করইতলা বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩টি বাস ও ৪টি মাইক্রোবাস জব্দ করেছে এবং ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, আটককৃতরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান বা শাহবাগে “অহিংস আন্দোলন বাংলাদেশ” নামে একটি সংগঠনের সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। এই সমাবেশে অংশগ্রহণের শর্তে তাদের ১ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

এদিকে বাসযাত্রীদের মধ্যে অনেকেই জানান, ঢাকার সমাবেশে যোগ দেওয়ার জন্য তাদের কাছ থেকে ১ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এতে তাদের একটি টোকেন দেওয়া হয়, যা দেখালে ঋণ দেওয়া হবে বলে দাবি করা হয়।

করইতলা এলাকার বাসিন্দা মোরশেদ আলম বলেন, এই চক্র দীর্ঘদিন ধরে হতদরিদ্র মানুষদের সুদমুক্ত ঋণের প্রলোভন দেখিয়ে সংগঠিত করছিল। গ্রামের মানুষদের ঢাকায় নেওয়ার সময় স্থানীয়রা সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়।

উত্তর চরলরেঞ্চ গ্রামের গৃহবধূ ফারহানা আক্তার বলেন, ১০ টাকার বিনিময়ে ১ লাখ টাকার ঋণ পাবেন বলে তাদের জানানো হয়। এজন্য ঢাকার সমাবেশে অংশগ্রহণের শর্ত দেওয়া হয়।

ওসি তহিদুল ইসলাম আরও জানান, চক্রটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সঙ্গে প্রতারণা করছিল। তবে মূল হোতারা এখনো পলাতক। তারা মাঝে মাঝে এলাকায় এসে ফরম পূরণ করিয়ে চলে যেত।

প্রসঙ্গত, “অহিংস আন্দোলন বাংলাদেশ” নামে সংগঠনটি ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ করার কথা জানিয়েছিল।

তবে ঢাকার পুলিশ জানায়, এই ধরনের কোনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি এবং তা হওয়ার সম্ভাবনাও নেই।

এ ঘটনায় হতদরিদ্র মানুষদের প্রতারণার ফাঁদে ফেলার বিষয়টি জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী চক্রটির মূল হোতাদের খুঁজে বের করার চেষ্টা করছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০