সর্বশেষ :

সাংবাদিক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ, অভিযুক্ত কর্মকর্তা প্রত্যাহার


অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৪ । ২:৪০ অপরাহ্ণ
সাংবাদিক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ, অভিযুক্ত কর্মকর্তা প্রত্যাহার
ফাইল ছবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) পুলিশের বিশেষ শাখা (এসবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এসবি জানায়, বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলের তৈরি করা একটি ‘ব্লকড লিস্ট’-এর কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ওই তালিকায় কয়েক হাজার ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাদের বিদেশ ভ্রমণ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে তালিকাভুক্ত করা হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সেই তালিকা পর্যালোচনা ও সংশোধনের কাজ শুরু হয়েছে। তবে কিছু ভিন্নমতাবলম্বী ও সাংবাদিকের নাম এখনও তালিকায় রয়ে গেছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এসবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, নূরুল কবিরকে হয়রানির বিষয়টি তদন্তাধীন। বাংলাদেশের পুলিশ জনগণের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করতে চায়।

এর আগে, শনিবার নূরুল কবির তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগ করেন যে, গত ১৮ নভেম্বর বিদেশে একটি সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় এবং ফেরার পথে বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের হয়রানির শিকার হন।

এ ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও দুঃখ প্রকাশ করেছেন। তার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, এ ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার দেশে সাংবাদিক হয়রানির কোনো ঘটনা বরদাশত করবে না।

সাংবাদিক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০