ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন পরিষদ থেকে চাপরতলা পশ্চিম বাজার পর্যন্ত সড়ক উন্নয়নের টেন্ডার শেষ হয়েছে দীর্ঘদিন আগে, তবে এখনও পর্যন্ত কাজ শুরুর কোনো লক্ষণ নেই। ফলে আশেপাশের এলাকার সাধারণ মানুষকে নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে।
২০২৩-২৪ অর্থবছরে অনুমোদিত এই প্রকল্পের আওতায় চেইনেজ ০০-১৫০০ মিটার দৈর্ঘ্যের সড়কটি কার্পেটিং দ্বারা উন্নয়ন করার জন্য বরাদ্দ ছিল ২ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার ৭৮২ টাকা। কাজটি বাস্তবায়নের জন্য টেন্ডার সম্পন্ন হয় চলতি বছরের ১১ ফেব্রুয়ারি। তবে সময় গড়ালেও প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে এলাকার মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।
রাস্তাটি দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকায় শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন যোগাযোগ কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে এই অঞ্চলের শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। জরুরি চিকিৎসার প্রয়োজনেও রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না।
বেঙ্গাউতার বাসিন্দা সুলতান চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন, “অসুস্থ হলে কোনো যানবাহন পাওয়া যায় না, কারণ রাস্তাই নেই। বর্ষার সময় শিক্ষার্থীরা স্কুলে যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়। এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঝরে পড়ছে এবং গ্রাম ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
তিনি আরও জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে বিশেষ করে বৃদ্ধ ও গর্ভবতী মায়েদের জন্য চলাচল করা যেন এক দুঃস্বপ্ন।
গ্রামের মানুষদের দাবি, দ্রুত রাস্তার কাজ শুরু করে এই দুর্ভোগের অবসান ঘটানো হোক। প্রকল্পটি বাস্তবায়িত হলে গুনিয়াউক, বেঙ্গাউতা, কালীউতা, চাপরতলাসহ বিভিন্ন গ্রামের মানুষ একটি সহজ যোগাযোগ ব্যবস্থার সুবিধা পাবে।
এলাকাবাসীর প্রাণের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্পের কাজ দ্রুত শুরু করে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :