বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বলেছেন, সংগঠনবিরোধী কার্যকলাপ, অসভ্যতা বা অশোভন আচরণ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “ফ্যাসিবাদী শাসনের সংস্কৃতি তৈরি করেছে হাসিনার সরকার। বিএনপি সেই দল নয়, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। দলের শৃঙ্খলা রক্ষা ও অসঙ্গত কার্যকলাপের জন্য ছাত্রদল ও যুবদলের বহু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। অনেককে শোকজ বা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
এর আগে বিএনপির এই নেতা বড়াইগ্রামের কালিকাপুর গ্রামে হামলায় আহত আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডলের বাড়িতে যান এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “একজন ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে আঘাত করা বেআইনি কাজ। এমন সন্ত্রাসী কার্যক্রম বিএনপি সমর্থন করে না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মামুন আহমেদ সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, এবং নাটোর জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
রিজভী আরো জানান, দলকে সুশৃঙ্খল ও সুসংগঠিত রাখতে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :