কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র – নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানটি বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি আবদুল কাইয়ুমের সভাপতিত্বে ও আসাদুল্লাহ গালিব এবং শামীম হাওলাদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক সাধারন সম্পাদক ড. মাওলানা ঈসা শাহেদী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি থিওলজি এন্ড ইসলামীক স্টাডিজ অনুষদের ডিন ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফি, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এ. বি. এম জাকির হোসেন, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, এবং তালাবার সাবেক নেতৃবৃন্দ মোঃ জহিরুল ইসলাম, মোস্তফা তারিখুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, এরশাদুল্লাহ ভুইয়া।
আরো উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক এস এম সুইট।
জানা যায়, বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবিন্দ্র -নজরুল কলা ভবন থেকে একটি র ্যলি বের হয় এবং তা পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘তালাবায়ে আরাবিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘৯৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী, সফল হোক সফল হোক’, ‘আজকের প্রতিষ্ঠা বার্ষিকী, সফল হোক সফল হোক’, ‘ইবতেদায়ী জাতীয়করণ, করতে হবে করতে হবে’, ‘ইসলাম শিক্ষা বাধ্যতামূলক, করতে হবে করতে হবে,’ ‘ইবি তার স্বকীয়তা, ফিরে পাক ফিরে পাক’, ‘বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব’।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাওলানা ঈসা শাহেদী বলেন, “বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ১০০ নম্বরের ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। ডাক্তারী শিক্ষাকে ইসলামী করার জন্য ইসলামী পাঁচটি বিষয় যুক্ত করলে কোনো ডাক্তার অনৈতিক হবে না।”
এরপর অনুষ্ঠান সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এসময় তিনি বলেন, “তালাবা মুলত ইসলামী শিক্ষাব্যাবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে। এমনকি বাংলাদেশের ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতা এবং ২৪ এর বিজয় অর্জনে তালাবা অবদান রেখেছে।”
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :