সর্বশেষ :

অপরিকল্পিত প্রসেস মিলের বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত সিরাজগঞ্জের বহুলী


লিটন, সিরাজগঞ্জ
নভেম্বর ২৪, ২০২৪ । ৭:৪৫ অপরাহ্ণ
অপরিকল্পিত প্রসেস মিলের বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত সিরাজগঞ্জের বহুলী
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের কালিদাসগাতী রতুনী গ্রামে মেসার্স পাঁচ তারা মার্চরাইজ অ্যান্ড প্রসেস মিলের অপরিকল্পিত স্থাপনা স্থানীয় জনজীবন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী অবিলম্বে এই প্রতিষ্ঠানকে জনবসতিহীন এলাকায় স্থানান্তরের দাবি জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মিল থেকে নির্গত রাসায়নিক মিশ্রিত বর্জ্য পাইপের মাধ্যমে আশপাশের কৃষিজমিতে ফেলা হচ্ছে। এতে জমির উর্বরতা হারিয়ে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। কালো ধোঁয়া ও বিষাক্ত পানির কারণে আশেপাশের ১৪০-১৫০টি পরিবার চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। স্থানীয় কৃষকরা জমিতে চাষাবাদ করতে না পেরে আর্থিক সংকটে পড়েছেন।

এলাকাবাসী অভিযোগ করেন, মিলটি পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ বয়লার ব্যবহারসহ ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপন না করায় রাসায়নিক বর্জ্য সরাসরি পরিবেশে মিশছে। বর্ষার পানিতে এই বর্জ্য আশপাশের খাল-বিল ও পুকুরে ছড়িয়ে পড়ছে, যা মাছ চাষ ও জীববৈচিত্র্যর জন্য মারাত্মক ক্ষতিকর।

এ বিষয়ে মিল ম্যানেজার বাবলু মিয়া প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিক বলে দাবি করলেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে স্থানীয়রা দাবি করেছেন, প্রভাবশালী মালিকদের কারণে তাদের সব প্রতিবাদ ও গণস্বাক্ষর কার্যকর হয়নি। এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নিলে স্থানীয় জনজীবন ও পরিবেশের অবস্থা আরও ভয়াবহ রূপ নিতে পারে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০