সর্বশেষ :

সাফজয়ী তিন নারী ফুটবলারকে রাঙ্গামাটিতে সংবর্ধনা


জামিল মোস্তফা, রাঙ্গামাটি 
নভেম্বর ২৩, ২০২৪ । ৪:৩৫ অপরাহ্ণ
সাফজয়ী তিন নারী ফুটবলারকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সংগৃহীত ছবি

বর্নিল আয়োজনে রাঙ্গামাটিতে সাফজয়ী তিন নারী ফুটবলারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে রাঙ্গামটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে উইমেন’স সাফ বিজয়ী ও রাঙ্গামাটির গর্ব ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা ও মনিকা চাকমাকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্দ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এর আগে ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠ হতে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে সু-সজ্জিত ট্রাকে তাদেরকে রাঙ্গামাটি শহর প্রদক্ষিণ করিয়ে স্টেডিয়ামে নিয়ে আসা হয়।

আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে রাঙ্গামাটি জেলা প্রশাসন, রাঙ্গামাটি জেলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা, সেনা রিজিয়ন ও পার্বত্য উন্নয়ন বোর্ড’র পক্ষ থেকে এক লক্ষ টাকা করে এবং রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে ৫০হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান তিন কৃতি ফুটবলারকে উত্তরীয় পরিয়ে তাদের হাতে ক্রেস্ট ও সম্মানার চেক তুলে দেন। এ সময় ফিফা রেফারি ও রাঙ্গামাটির কৃতি সন্তান জয়া চাকমাকেও সম্মাননা জানানো হয়।

পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ জেলার বিভিন্ন স্তরের মানুষের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। উল্লেখ্য, গত ৩১ অক্টোবর নারী সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে বাংলাদেশ নারী ফুটবল দল নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

উক্ত খেলায় ঋতুপর্ণা ও মনিকা চাকমার জোড়া গোলে দলের জয়লাভে বড় ভূমিকা রাখেন। পুরো টুর্নামেন্টে অসাধারন গোলকিপিং করে রুপনা চাকমা সেরা গোলরক্ষক এবং ঋতুপর্ণা চাকমার অসাধারন নৈপুণ্যে টুর্নামেন্ট সেরা খেলোয়ার হওয়ার গৌরব অর্জন করেন। উক্ত সাফজয়ী তিন নারী ফুটবলার বাংলাদেশ নারী ফুটবল দলের নিয়মিত খেলোয়ার হিসেবে ফুটবল খেলে চলেছেন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০