সর্বশেষ :

সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে দুই ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ


অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৪ । ১:১৩ অপরাহ্ণ
সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে দুই ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ
সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের একদিন আগে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগে ভারতের দুই ক্রিকেটার মানীশ পান্ডে ও সৃজিত কৃষ্ণকে নিষিদ্ধ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, শুধু মানীশ ও সৃজিত নয়, সন্দেহজনক তালিকায় আরও রয়েছেন দীপক হুদা, সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা। নিলামের আগে বোর্ড এই পাঁচজনের বিষয়ে সতর্কতা হিসেবে সব ফ্র্যাঞ্চাইজিকে চিঠি পাঠিয়েছে।

বোর্ডের এমন সিদ্ধান্তের ফলে আইপিএলে নিয়মিত অংশ নেওয়া মানীশ পান্ডে ও দীপক হুদাকে এবার মাঠে দেখা যাবে না। অন্যদিকে বাকি তিনজনের দল পাওয়ার সম্ভাবনাও অনিশ্চিত হয়ে পড়েছে।

২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএল নিলামে সর্বোচ্চ ২০৪টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি খেলোয়াড় জায়গা করে নেবেন। ২০২৫ সালের ১৪ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ৭৪ ম্যাচের এই মৌসুমের জন্য দলগুলো এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত।

পরবর্তী দুই মৌসুমে ম্যাচ সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে বিসিসিআই। ২০২৬ সালের আসরে হবে ৮৪টি ম্যাচ, আর ২০২৭ সালে এই সংখ্যা পৌঁছাবে ৯৪টিতে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০