বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মানিকগঞ্জ:
নভেম্বর ২৩, ২০২৪ । ৪:০২ অপরাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
শনিবার ২৩ শে নভেম্বর ২০২৪ ইং সকাল ১০টায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ( বিজয় মেলা মাঠে ) বাংলাদেশ জামায়তে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিরাট কর্মী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা মোঃ নুরুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়তে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখা।
কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মো: কামরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য ও জেলা আমীর, বাংলাদেশের জামাতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখা। মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা এই ভিশন নিয়ে আজকের এই কর্মী সম্মেলন।
আজকের এই বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও অঞ্চল পরিচালক(ঢাকা উত্তর অঞ্চল) বাংলাদেশ জামায়েত ইসলামী। অধ্যক্ষ মোঃ ইজ্জতুল্লাহ।
সভায় আরো উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেইন, অঞ্চল টিম, ঢাকা উত্তর অঞ্চল, বাংলাদেশ জমায়তে ইসলামী। মো: জাহিদুর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজকের এই কর্মী সম্মেলনে শত শত কর্মী মানিকগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল সকাল থেকে সম্মেলনে যোগদান করেন। জামাত ইসলামী সম্মেলনে শেষ না হওয়া পর্যন্ত সুশৃংখলভাবে কর্মীরা বক্তাদের আগামী দিনের গঠন মূলক বক্তব্য ধৈর্য সহকারে শুনেন।
আপনার মতামত লিখুন :