সর্বশেষ :

নির্বাচন ব্যবস্থার সংস্কারে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলোচনা আজ


অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৪ । ১:২১ অপরাহ্ণ
নির্বাচন ব্যবস্থার সংস্কারে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলোচনা আজ
সংগৃহীত ছবি

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আজ ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করেছে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

সুজনের সম্পাদক ও সংস্কার কমিশনের সভাপতি ড. বদিউল আলম মজুমদার ইতোমধ্যেই সংশ্লিষ্ট সাংবাদিকদের এই আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

নির্বাচনকে অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করার উদ্দেশ্যে কমিশন ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। এর আগে, বৃহস্পতিবার প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে প্রথম ধাপে মতবিনিময় করেন তারা।

কমিশন এর আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এবং সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করেছে। আগামী ২৪ নভেম্বর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও অনলাইনে সংলাপ করার পরিকল্পনা রয়েছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০