সর্বশেষ :

দশমিনায় মার্সেল আন্ত স্কুল সোনালী অতিত ফুটবল টুর্নামেন্ট ২০২৪


ফয়েজ আহমেদ, দশমিনা 
নভেম্বর ২৩, ২০২৪ । ৮:০২ অপরাহ্ণ
দশমিনায় মার্সেল আন্ত স্কুল সোনালী অতিত ফুটবল টুর্নামেন্ট ২০২৪
সংগৃহীত ছবি
মার্সেল আন্ত স্কুল সোনালী অতিত ফুটবল টুর্নামেন্ট ২০২৪।  টুর্নামেন্টের ছয়টি দল হচ্ছে – গ্রুপ – “এ” থাকছে বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়,গছানী মাধ্যমিক বিদ্যালয় ও আরজবেগী এসএ মাধ্যমিক বিদ্যালয় সোনালী অতিত একাদ্বশ এবং গ্রুপ “বি” এ থাকছে- দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়,নেহাল গঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও খারিজা বেতাগ মাধ্যমিক বিদ্যালয় সোনালী অতিত একাদ্বশ ।
 প্রথম রাউন্ড শেষে, এ – গ্রুপ থেকে গছানী মাধ্যমিক বিদ্যালয় সোনালী অতিত দুইটি খেলা থেকে ৪ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন এবং সমান সংরক্ষক ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছে  আরজবেগী এসএ মাধ্যমিক বিদ্যালয় সোনালী অতিত একাদ্বশ।
 বি- গ্রুপ থেকে দুইটি ম্যাচ খেলে সর্বাদিক ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং সমান সংক্ষক  খেলায় অংশ নিয়ে ৩ পয়েন্ট পেয়ে রানারআপ নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়।
আগামীকাল রবি ও সোমবার বিকেল তিন ঘটিকায় এই চার দল নিয়ে  হবে সেমিফাইনালে।
সেক্ষেত্রে –  এ গ্রুপ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে, বি গ্রুপের রানারআপ অথাৎ গছানী মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে মাঠে নামবে শক্তিশালী গছানী মাধ্যমিকবিদ্যালয়ের এবং  গ্রুপ বি এর চ্যাম্পিয়ন টুর্নামেন্টের টপফেবারিট দশমিনা মাধ্যমিকবিদ্যালয়ের মোকাবেলা করবে এ গ্রুপের রানারআপ আরজবেগী এসএ মাধ্যমিক বিদ্যালয়।
অতপর বহুল প্রতিক্ষিত স্বপ্নের সোনালী  ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। যেখানে প্রধান অতিথি থাকবেন- মার্সেল কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর সুপার ফিল্মস্টার গোল্ডেন বয় হীরো আমিন খান।

ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০