বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্টে পাঁচ পেসার নিয়ে শক্তিশালী বোলিং আক্রমণ সাজিয়েছে ক্যারিবীয়রা।
অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের একদিন আগেই বৃহস্পতিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের স্কোয়াড প্রকাশ করে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দাপুটে রেকর্ড ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। গত দেড় দশকে নিজেদের মাটিতে টাইগারদের বিপক্ষে খেলা ৬টি টেস্টের সবকটিতেই জয় পেয়েছে তারা। তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে ভাটা পড়ায় এবার জয় দিয়ে ফিরতে মরিয়া দলটি।
ক্যারিবীয়দের শেষ ১৫ টেস্টের মধ্যে জয় মাত্র দুইটিতে। তবে বাংলাদেশের বিপক্ষে দেড় বছর আগে জোড়া টেস্ট জয়ের অভিজ্ঞতা তাদের আশাবাদী করে তুলেছে।
এবারের স্কোয়াডে রয়েছে নতুন এবং অনভিজ্ঞ ক্রিকেটারদের আধিক্য। কেচি কার্টি, জাস্টিন গ্রিভসের মতো ক্রিকেটাররা এখন পর্যন্ত মাত্র দুটি টেস্ট খেলেছেন। মিকাইল লুইস ৫টি এবং কাভেম হজ ৭টি টেস্ট খেলেছেন। তবে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট এবং অভিজ্ঞ পেসার কেমার রোচের মতো খেলোয়াড়দের উপস্থিতি দলে ভারসাম্য এনে দিয়েছে।
দলের প্রধান কোচ আন্দ্রে কোলি বলেন, “আমাদের দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে যাদের বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে। এটি সিনিয়র এবং নতুন খেলোয়াড়দের জন্য নিজেদের প্রমাণের দারুণ সুযোগ। ঘরের মাঠে এই সিরিজ জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জয়ের ধারা ধরে রেখে পাকিস্তানে সিরিজ খেলতে যেতে চাই।”
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, কেচি কার্টি, জশুয়া ডি সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেইডন সিলস।
বাংলাদেশের বিপক্ষে টেস্টের আগে এই একাদশ নিয়ে ভক্তদের মাঝে উত্তেজনা তৈরি হয়েছে। এবার দেখা যাক, মাঠের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :