জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) রংপুর বিভাগের অধিনায়ক ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা আকবর আলীকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। মাঠে অখেলোয়াড়োচিত আচরণের কারণে তার ম্যাচ ফির ৯৫ শতাংশ জরিমানা এবং ৫টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত বরিশাল-রংপুর ম্যাচের পর এই শাস্তি ঘোষণা করেন ম্যাচ রেফারি আখতার।
ম্যাচের তৃতীয় দিনে ফিল্ডিং করার সময় আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন আকবর। অতিরিক্ত আবেদন এবং দীর্ঘ সময় ধরে আম্পায়ারের সঙ্গে তর্ক করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এতে তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা এবং ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
পরবর্তীতে চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির আগে একটি কট বিহাইন্ডের আবেদনে সাড়া না পেয়ে আকবর আবারও আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন। বিরতির সময় ড্রেসিংরুমে ফিরে রাগের মাথায় চেয়ার ভেঙে ফেলেন তিনি। এই ঘটনার জন্য আচরণবিধির লেভেল-২ ধারা লঙ্ঘনের অভিযোগে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়, সঙ্গে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা এবং আরও ৪টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
সব মিলিয়ে, এক ম্যাচেই ৫টি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় জাতীয় লিগের নিয়ম অনুযায়ী আকবরকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
আকবরের নিষেধাজ্ঞা রংপুর দলের জন্য বড় ধাক্কা। পাঁচ ম্যাচে দুই জয় এবং দুটি ড্র নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা রংপুর শীর্ষে থাকা সিলেটকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ তৈরি করেছিল। তবে অধিনায়ক ছাড়া শেষ দুই ম্যাচে তাদের এই লক্ষ্যে বড় বাধার মুখে পড়তে হবে।
২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে। শাস্তির মেয়াদ শেষে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার।
বিসিবির টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু বলেন, “আকবরের আচরণ হতাশাজনক। এটি থেকে শিক্ষা নিয়ে তাকে আরও পরিণত হতে হবে।”
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :