সর্বশেষ :

সৌন্দর্য জগতে নতুন পথচলা মৌসুমীর


অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৪ । ১:৩৯ অপরাহ্ণ
সৌন্দর্য জগতে নতুন পথচলা মৌসুমীর
সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমী এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছেন। অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও সাফল্যের ছাপ রেখেছেন তিনি। এবার নিজেকে যুক্ত করেছেন সৌন্দর্য সেবায়।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করলেও ঢাকার গুলশান ১-এর ৮ নম্বর রোডে ‘রুশ মেকওভার’ নামে একটি বিউটি পার্লার চালু করেছেন মৌসুমী। তার অবর্তমানে পার্লারটির দেখভাল করছেন তার পুত্রবধূ আয়েশা এবং মেয়ে ফাইজা।

এ বিষয়ে তার স্বামী ও চিত্রনায়ক ওমর সানী বলেন, “আমরা কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই পার্লারটি চালু করেছি। গত মাস থেকে এটি চালু হয় এবং এরই মধ্যে নারীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ভবিষ্যতে আরও কয়েকটি শাখা খোলার পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মৌসুমী। তার প্রথম সিনেমাই তাকে এনে দেয় জনপ্রিয়তার শীর্ষে। ব্যক্তিগত জীবনে ১৯৯৬ সালে চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে রয়েছে দুই সন্তান, ফারদিন ও ফাইজা।

অভিনয়ের বাইরে ব্যবসায়িক জগতে পা রেখে নতুন উচ্চতায় পৌঁছানোর স্বপ্ন দেখছেন মৌসুমী। তার এই উদ্যোগকে ভক্তরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০