মালয়ালম চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা মেঘনাথন আর নেই। ৬০ বছর বয়সে ফুসফুসের জটিলতায় ভুগে ভারতের কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মেঘনাথন, প্রবীণ অভিনেতা বালান কে নায়ারের তৃতীয় সন্তান, ১৯৮৩ সালে ‘আস্তরাম’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। দীর্ঘ তিন দশকের অভিনয়জীবনে তিনি ৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন, যার বেশিরভাগই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘পঞ্চাগ্নি’, ‘চামায়ম’, ‘রাজাধনি’, ‘ভাস্তভাম’, ‘উদ্যানপালকম’, এবং ‘চেঙ্কোল’।
মেঘনাথনের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) শোরানুরে তার নিজ বাসভবনে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে মালয়ালম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা তার স্মৃতিকে হৃদয়ে ধারণ করে তাকে বিদায় জানাচ্ছেন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :