দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত জনপ্রিয় সিনেমা পুষ্পা: দ্য রাইজ ২০২১ সালে মুক্তির পর থেকেই ভক্তদের মনে দাগ কাটে। সেই থেকে দর্শকদের আগ্রহ, কবে আসবে এর দ্বিতীয় কিস্তি। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে পরিচালক সুকুমার আনছেন পুষ্পা ২: দ্য রুল, যা মুক্তি পেতে যাচ্ছে আগামী ৫ ডিসেম্বর। কিন্তু বাংলাদেশি ভক্তদের জন্য এসেছে এক দুঃসংবাদ—এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না।
বাংলাদেশে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে আগে ঘোষণা দিয়েছিল অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তবে প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন জানিয়েছেন, আপাতত তারা এই সিনেমা আমদানি করছে না। মামুন ব্যস্ত আছেন তার পরিচালিত ছবি দরদ নিয়ে, যা সম্প্রতি মুক্তি পেয়েছে।
অন্যদিকে, জাজ মাল্টিমিডিয়া ও দি অভি কথাচিত্রের মতো অন্যান্য আমদানিকারকরাও পুষ্পা ২ নিয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্তে আসেনি। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, বড় বাজেটের এই ছবিটি আমদানি করতে গিয়ে যে বিনিয়োগ করতে হবে, তা বর্তমান বাজার পরিস্থিতিতে তুলে আনা কঠিন।
এদিকে আন্তর্জাতিক অঙ্গনে পুষ্পা ২ ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে। জানা গেছে, ৫০০ কোটি রুপি বাজেটের এই ছবি মুক্তির আগেই ১০০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। সিনেমার তেলুগু, হিন্দি, তামিলসহ বিভিন্ন ভাষার সংস্করণ বিক্রি থেকে নির্মাতারা আয় করেছেন ৬৬০ কোটি রুপি। এছাড়া ওটিটি, স্যাটেলাইট ও মিউজিক রাইটস বিক্রি করে এসেছে আরও ৪২৫ কোটি রুপি।
মুক্তির আগে এমন ব্যতিক্রমী সাফল্যের পরেও বাংলাদেশে সিনেমাটি মুক্তি না পাওয়া ভক্তদের জন্য সত্যিই হতাশার। তবে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি আসার পর আশা করা যায়, বাংলাদেশি দর্শকরাও সেটি উপভোগ করতে পারবেন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :