সর্বশেষ :

জাতীয় দলে কবে ফিরছেন, ইঙ্গিত দিলেন সাকিব


অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৪ । ১:০৯ অপরাহ্ণ
জাতীয় দলে কবে ফিরছেন, ইঙ্গিত দিলেন সাকিব
সংগৃহীত ছবি

সবশেষ রঙিন জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং সাদা পোশাকে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে দেশের হয়ে মাঠে নেমেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে দেশে আন্দোলনের কারণে ঘরের মাঠে নিজের বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা পূরণ হয়নি তার।

জাতীয় দলে কবে ফিরবেন, এ নিয়ে চলছিল নানা আলোচনা। অবশেষে আবুধাবি টি-টেন লিগ শুরুর আগের দিন এক প্রশ্নের জবাবে নিজেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাকিব। সাংবাদিকের প্রশ্নে হেসে সাকিব বলেন, “এই টুর্নামেন্টের পরে দেখা যাবে।”

এসময় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশগ্রহণ নিয়ে জানতে চাওয়া হলে সাকিব সংক্ষিপ্ত উত্তর দিয়ে বলেন, “এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি।”

আবুধাবি টি-টেন লিগ শেষ হবে আগামী ২ ডিসেম্বর। এর কয়েকদিন পর, ৮ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ধারণা করা হচ্ছে, ওই সিরিজেই জাতীয় দলে দেখা যেতে পারে সাকিবকে।

অন্যদিকে, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। সবকিছু ঠিক থাকলে এই আসর শেষেই ক্রিকেট থেকে অবসর নিতে পারেন এই অলরাউন্ডার।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০