সর্বশেষ :

রৌমারীতে দারিদ্র্য দূরীকরণে নজিরবিহীন সাফল্য


রৌমারী সংবাদদাতা
নভেম্বর ২০, ২০২৪ । ৬:১৩ অপরাহ্ণ
রৌমারীতে দারিদ্র্য দূরীকরণে নজিরবিহীন সাফল্য
সংগৃহীত ছবি

প্রতিবছর বন্যা ও নদীভাঙনের ফলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরাঞ্চলগুলোতে বসবাসকারী অসংখ্য পরিবার চরম বিপর্যয়ের মুখে পড়ে। গৃহহীন হওয়া ও ফসলহানির কারণে এসব কৃষিনির্ভর পরিবারগুলোতে তৈরি হয় টিকে থাকার লড়াই। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ, বাংলাদেশ। তাদের সহযোগিতায় বন্যাকবলিত ১৮০টি পরিবার এখন নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে।

ফ্রেন্ডশিপের ট্রানজিশনাল ফান্ড প্রকল্পের আওতায় পরিবারগুলোর জন্য আয়বর্ধক কার্যক্রম চালু করা হয়েছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে শাকসবজি উৎপাদনের জন্য প্রশিক্ষণ, বীজ বিতরণ, বস্তায় আদা চাষ, এবং ভেড়া পালনের মতো উদ্যোগ। পাশাপাশি, কমিউনিটি পর্যায়ে সবজি চাষ ও জৈব সার উৎপাদনকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

উপজেলার বন্দবেড় ইউনিয়নের নিমাইদিঘি গ্রামের বাসিন্দা গোলাপী বেগম জানান, ফ্রেন্ডশিপ থেকে তাকে একটি ভেড়া দেওয়া হয়, যা এখন তিনটি হয়ে গেছে। এই ভেড়াগুলোর বাজারমূল্য প্রায় ২১,০০০ টাকা। একই গ্রামের আনোয়ারা বেগম আধুনিক পদ্ধতিতে শাকসবজি উৎপাদন করে এ বছর ১৮,০০০ টাকার সবজি বিক্রি করেছেন। তার মতে, স্বামীর একার আয়ের ওপর নির্ভরশীল না হয়ে এখন সংসারে নিজেও বড় ভূমিকা রাখতে পারছেন।

বস্তায় আদা চাষেও সফলতা পেয়েছেন অনেকে। গ্রামের জবেদা বেগম জানান, তিনি ৩০টি বস্তায় আদা চাষ করেছেন এবং প্রত্যেকটি বস্তা থেকে ১-১.৫ কেজি আদা সংগ্রহের আশা করছেন।

ফ্রেন্ডশিপ শুধু অর্থনৈতিক উন্নয়নেই সীমাবদ্ধ থাকেনি, সামাজিক উন্নয়নেও রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। গ্রামবাসীকে সুশাসন, বাল্যবিবাহ প্রতিরোধ, পারিবারিক নির্যাতন, এবং আইনগত সহায়তার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসবের ফলে স্থানীয় জনগোষ্ঠী সচেতন হয়ে উঠেছে এবং নিজেদের অধিকার সম্পর্কে সজাগ হয়েছে।

ফ্রেন্ডশিপের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম মল্লিক জানান, ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের সহায়তায় কুড়িগ্রামের চিলমারী, রৌমারী, এবং সদর উপজেলার ১৪টি চরে ৪২০ জন সদস্যকে এই প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. কামরুজ্জামান পাইকার জানান, চরাঞ্চলে ভেড়া পালনের মাধ্যমে স্বল্প সময়ে অধিক আয়ের সুযোগ তৈরি হয়েছে। সরকারি সহযোগিতায় ভেড়াগুলোতে টিকা এবং কৃমিনাশক দেওয়া হয়েছে।

সরকারি ও বেসরকারি উদ্যোগের এই সমন্বয়ের ফলে রৌমারীর চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নত হচ্ছে। দারিদ্র্য দূরীকরণ এবং স্বাবলম্বিতা অর্জনে এই উদ্যোগ এখন স্থানীয়দের জন্য আশার আলো হয়ে উঠেছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০