সর্বশেষ :

মানুষের প্রতি শ্রদ্ধা ও সৌহার্দ্যের ইসলামি দৃষ্টিভঙ্গি


অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৪ । ৩:৪৯ অপরাহ্ণ
মানুষের প্রতি শ্রদ্ধা ও সৌহার্দ্যের ইসলামি দৃষ্টিভঙ্গি
সংগৃহীত ছবি

ইসলাম শান্তি, সহিষ্ণুতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ধর্ম। এ ধর্মে মানুষকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, সে মুসলিম হোক বা অমুসলিম, নারী বা পুরুষ—প্রত্যেককে আল্লাহ সম্মানিত করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘আমি মানবজাতিকে সম্মানিত করেছি, তাদের স্থলে ও জলে চলার উপায় দিয়েছি এবং তাদের উত্তম জীবনোপকরণ প্রদান করেছি।’ (সুরা বনি ইসরাইল: ৭০)।

ইসলামের শিক্ষা অনুযায়ী, একজন মুমিন কখনোই অপরের প্রতি ঘৃণা বা অবজ্ঞা প্রদর্শন করতে পারে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুসলমান মুসলমানের ভাই। সে তার ভাইয়ের ওপর জুলুম করবে না, তাকে অসহায় অবস্থায় ফেলবে না, এবং তাকে হেয় প্রতিপন্নও করবে না।’ (মুসলিম: ৬৭০৬)। শ্রদ্ধাবোধ ও সহানুভূতি বজায় রাখা মুমিনের ঈমানের পরিচায়ক।

প্রিয় নবী (সা.) সবসময় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবতার মর্যাদা রক্ষা করতেন। একবার একটি ইহুদির লাশ নিয়ে যাওয়ার সময় তিনি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছিলেন। সাহাবিরা অবাক হয়ে বললে, লাশটি তো একজন অমুসলিমের। তখন নবীজি বললেন, ‘সে কি মানুষ নয়?’ (মুসলিম: ৯৬১)।

মানুষের প্রতি সম্মান দেখানোর এই শিক্ষা শুধু জীবিত মানুষের জন্য নয়, মৃতদের জন্যও প্রযোজ্য। ইসলাম ঠাট্টা-বিদ্রুপ, সম্মানহানি এবং অন্যের দোষ খোঁজাকে কঠোরভাবে নিষেধ করেছে। কুরআনে বলা হয়েছে, ‘তোমাদের কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে বিদ্রুপ না করে।’ (সুরা হুজুরাত: ১১)।

রাসুল (সা.) আরও বলেছেন, ‘তোমরা একে অন্যের দোষ অনুসন্ধান কোরো না। বরং হে আল্লাহর বান্দারা! পরস্পর ভাই ভাই হয়ে যাও।’ (বুখারি: ৪৮৪৯)। অন্যের দোষ খোঁজা বা পরনিন্দা করার ফলে আল্লাহ নিজেই সেই ব্যক্তির ত্রুটি উদঘাটন করেন এবং তাকে লজ্জিত করেন।

ইসলামের এই মহান শিক্ষা অনুযায়ী, ঘৃণা ও বিদ্বেষের পরিবর্তে শ্রদ্ধা, সৌহার্দ এবং ভালোবাসার প্রসার ঘটানোই মুমিনের কাজ। নবীজি (সা.) বলেছেন, ‘ঈমান ছাড়া তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং একে অপরকে ভালোবাসা ছাড়া ঈমানদার হতে পারবে না।’ (মুসলিম: ২০৩)।

আমরা যদি প্রত্যেকে এই মহান শিক্ষার আলোকে নিজেদের জীবন পরিচালিত করি, তবে দুনিয়ায় শান্তি আসবে এবং পরকালেও আল্লাহর বিশেষ পুরস্কার লাভ করব। আল্লাহ আমাদের সবাইকে মানবিক মর্যাদা রক্ষা এবং শ্রদ্ধাবোধ বজায় রাখার তাওফিক দান করুন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০