সর্বশেষ :

ভোজ্যতেলের ভ্যাট কমলো, বাজারে দাম সহনীয় রাখার উদ্যোগ


অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৪ । ৮:৩১ অপরাহ্ণ
ভোজ্যতেলের ভ্যাট কমলো, বাজারে দাম সহনীয় রাখার উদ্যোগ
সংগৃহীত ছবি

ভোজ্যতেল আমদানিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিয়ে ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আমদানির পর্যায়ে ভোজ্যতেলের ভ্যাট হ্রাসের এই সিদ্ধান্ত বাজারে তেলের দাম সহনীয় রাখতে সহায়ক হবে। এনবিআরের মতে, এই কর রেয়াতের ফলে ভোক্তারা তুলনামূলক কম দামে ভোজ্যতেল কিনতে পারবেন।

এর আগে গত ১৭ অক্টোবর স্থানীয় পর্যায়ে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছিল।

প্রসঙ্গত, কম ভ্যাটে ভোজ্যতেলের এই সুবিধা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এনবিআর আশা করছে, এই পদক্ষেপ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে তেলের দাম রাখবে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০