চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বিশ্বব্যাংকের কাছ থেকে ১১০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা পাবে বলে জানিয়েছেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। মঙ্গলবার (১৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এডিবি থেকে ৬০০ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংক থেকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ আসবে। আগের পরিকল্পনার তুলনায় এই ঋণ দ্বিগুণ হয়েছে বলে উল্লেখ করেন অর্থ সচিব। তিনি বলেন, “এই ঋণ নেগোসিয়েশন প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ডিসেম্বরের মধ্যেই অর্থ পাওয়া যাবে।”
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
অর্থ সচিব আরও জানান, অন্তর্বর্তী সরকারের গৃহীত কার্যক্রম ও নীতির প্রতি আন্তর্জাতিক সংস্থাগুলোর আস্থা বেড়েছে। এর ফলে ঋণ সহায়তার পরিমাণ পূর্বের পরিকল্পনার চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। এডিবি ও বিশ্বব্যাংক ছাড়াও আইএমএফের কাছ থেকে অতিরিক্ত ১ বিলিয়ন ডলার সহায়তা চাওয়া হয়েছে। ডিসেম্বরের শুরুতে আইএমএফের সঙ্গে এই বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে।
আপনার মতামত লিখুন :