বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের নতুন স্কোয়াড ঘোষণা


অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৪ । ১:১৭ অপরাহ্ণ
বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের নতুন স্কোয়াড ঘোষণা
সংগৃহীত ছবি

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি শুরু হবে ২২ নভেম্বর। চোটের কারণে দলে জায়গা পাননি অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার। তার পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন আরেক অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপ।

গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বশেষ টেস্ট সিরিজ খেলা স্কোয়াড থেকে চারটি পরিবর্তন এনেছে ক্যারিবিয়ানরা। নতুন দলে ফিরেছেন অফ-স্পিনিং অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ার এবং পেসার আলজারি জোসেফ।

প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে নর্থ সাউন্ডে, ২২ নভেম্বর থেকে। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে কিংস্টনে, যা শুরু হবে ৩০ নভেম্বর। টেস্ট সিরিজ শেষে দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড:
ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা (উইকেটকিপার), অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০