সর্বশেষ :

২০১৫ সালে বাসে আগুনে আট যাত্রীকে হত্যার মামলায় সাবেক মন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার


ফারুক, কুমিল্লা
নভেম্বর ১৪, ২০২৪ । ৭:০৮ অপরাহ্ণ
২০১৫ সালে বাসে আগুনে আট যাত্রীকে হত্যার মামলায় সাবেক মন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে বাসে পেট্রল বোমা ছুড়ে আটজন যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক মন্ত্রী ও বিতর্কিত নির্বাচনের সাবেক এমপি মুজিবুল হকের ভাতিজা তোফায়েল হোসেন (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়ভাবে আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত তোফায়েল হোসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি মুজিবুল হকের হয়ে চৌদ্দগ্রাম এলাকায় ঠিকাদারি, চাঁদাবাজি ও সিন্ডিকেট পরিচালনা করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলা চালানো হয়, যা আটজনের মর্মান্তিক মৃত্যুর কারণ হয়। ওই ঘটনায় গত ১১ সেপ্টেম্বর বাস মালিক মো. আবুল খায়ের কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন, যেখানে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও পুলিশের তৎকালীন কর্মকর্তাসহ মোট ১৩০ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় তোফায়েল হোসেনকে ১৫ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

এছাড়াও, কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া অন্য একটি মামলারও আসামি তিনি।

চৌদ্দগ্রাম থানার পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ জানান, মামলা দায়েরের পর থেকে তোফায়েল আত্মগোপনে চলে যান। তবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নিজ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০