হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানা পুলিশ বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হাসান।
ওসি এনামুল হাসান বলেন, “ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে আটক করা হয়েছে। তবে আমাদের থানায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। চকবাজার থানায় একটি হত্যা মামলা থাকায় আমরা তাকে দ্রুত সেখানে হস্তান্তর করব।”
আটকের স্থান ও সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “সঠিক স্থান ও সময় সম্পর্কে আমি জানি না। তবে বুধবার মধ্যরাতে সিনিয়র কর্মকর্তারা তাকে আমাদের থানায় নিয়ে আসেন।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিম আত্মগোপনে চলে যান। এর আগে, গত ১ সেপ্টেম্বর তার বাবা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রাজনৈতিক প্রেক্ষাপটে, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় হাজী মোহাম্মদ সেলিম এবং তার দুই ছেলে একই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শেষ পর্যন্ত আওয়ামী লীগের টিকিটে নৌকার মনোনয়ন পান সোলায়মান সেলিম।
সোলায়মান সেলিমের আটকের পর রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামীতে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে সকলের নজর এখন চকবাজার থানার দিকে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :