সুনামগঞ্জের ছাতকে হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন আহমদের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
জানা যায়, গত বুধবার বিদ্যালয়ের বারান্দা থেকে টেনে হিঁচড়ে নিয়ে এসে ৭ম শ্রেণির ছাত্র মাহিন আহমদ ও রবিউল হাসান শাওনকে স্টিলের স্কেল, পেয়ারা গাছের ডাল এবং নিজের জুতা দিয়ে মারধর করেন তিনি। এতে গুরুতর আহত মাহিন আহমদকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এই ঘটনার পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। আহত শিক্ষার্থী মাহিনের মা হাছনা বেগম এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন, যার অনুলিপি জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, ছাতক সেনা ক্যাম্প এবং ছাতক থানায় প্রেরণ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, শিক্ষক শাহিন আহমদ এর আগেও বেশ কয়েকবার শাসনের নামে শিক্ষার্থীদের নির্যাতন করেছেন, যার ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ৪ দিন আগেও এক ছাত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং তিন বছর আগে আরেক শিক্ষার্থীকে মারধর করার কারণে সে পড়াশোনা ছেড়ে দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই মোহাম্মদ কামাল বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, শিক্ষার্থীদের উপর এ ধরনের নির্যাতন খুবই দুঃখজনক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :