সর্বশেষ :

সারের সহজ আমদানির জন্য ঋণপত্রে বিশেষ সুবিধার নির্দেশ


অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৪ । ১০:৪১ পূর্বাহ্ণ
সারের সহজ আমদানির জন্য ঋণপত্রে বিশেষ সুবিধার নির্দেশ
সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংক থেকে কৃষি উৎপাদনের প্রধান উপকরণ সারের সরবরাহ নিশ্চিত এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সারের আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

পাশাপাশি, এই ঋণপত্র স্থাপনের সময় নগদ মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ওপর নির্ভর করে ন্যূনতম পর্যায়ে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০