বাংলাদেশ ব্যাংক থেকে কৃষি উৎপাদনের প্রধান উপকরণ সারের সরবরাহ নিশ্চিত এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সারের আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
পাশাপাশি, এই ঋণপত্র স্থাপনের সময় নগদ মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ওপর নির্ভর করে ন্যূনতম পর্যায়ে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :